শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪ কেজি সোনা জব্দ

img

বিশেষ প্রতিবেদক:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। শনিবার রাত সোয়া দশটার দিকে সোনাগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আমদানি কার্গো ভিলেজ এলাকায় সোনাগুলো কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে কাস্টমস।

সিঙ্গাপুর থেকে আসা বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে করে সোনার চালানটি ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০টি সোনার বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রামের মতো। এর সঙ্গে জড়িত কাউকে এখনো পর্যন্ত আটক করা যায়নি।

কে বা কারা সোনাগুলো এনেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।