ঢাকায় আনসারুল্লাহ বাংলার চার সদস্য গ্রেপ্তার

img

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহআলী থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর একটি দল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় ও জানাতে পারেনি র‍্যাব।

আজ দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিজানুর রহমান।