নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় দুটোই পরিবর্তন করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে ৬ ডিসেম্বর সকাল ১০টায় যে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল, নতুন তারিখ অনুযায়ী সেটা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর বিকাল তিনটায়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সব ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা ও সিটপ্ল্যান বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।