নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশে ২০১৯ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) পুলিশের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) সাক্ষরিত বিজ্ঞপ্তিতে -এ তথ্য জানানো হয়।
গত এপ্রিলে বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। ১৬ থেকে ১৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান পরবর্তীতে পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্র্রহণের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, নাগরিকত্বের প্রমাণসহ মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।