প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল বিশ্বনেত্রী শেখ হাসিনা গবেষণা পরিষদ

img

নিজস্ব প্রতিবেদক:

২৮ শে সেপ্টেম্বর ২০১৯ রোজ শনিবার সবর্কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য আদরের কণ্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্র নায়ক, জননেত্রী, দেশরত্ন, বিশ্বনেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিশ্বনেত্রী শেখ হাসিনা গবেষণা পরিষদ এর উদ্যোগে আয়োজিত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্রোরেশনের উত্তর পার্শ্বে ফুটপাতে রিকশা চালক , রিকশা শ্রমিক, রাস্তা মেরামত নারী পুরুষ শ্রমিক, সিএনজি চালক, টোকাই, পথ শিশু, ভব গুরে,

অভিবাবকহীন বিভিন্ন শ্রেনীপেষার মানুষ নিয়ে কেক কেটে খিচুরী রান্না করে সবার মাঝে বিতরন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উ্ক্ত জন্মদিনের অনুষ্ঠানে বিশ্বনেত্রী শেখ হাসিনা গবেষণা পরিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.এন.এম.ওয়ালীউর রহমান মোল্লা তার আলোচনায় বলেন, আমাদের প্রিয় নেত্রী 

সফল রাষ্ট্র নায়ক জননেত্রী দেশরত্ন বিশ্বনেত্রী শেখ হাসিনা সারাবিশ্বে গ্রহণযোগ্য রাষ্ট্রপ্রধান্ । বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে বিশ্বনেতারা বলেন শেখ হাসিনার কাছে অনেক কিছু শিখার আছে ।

তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী এ পযর্ন্ত ৩৯টি আর্ন্তরজাতিক এ্যাওয়ার্ড অর্জন করেছেন। নারী শাষকদের মধ্যে সারাবিশ্বে অন্যতম দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী ।

আজকের বাংলাদেশে বিএনপির শীর্ষ নেতারাও শেখ হাসিনার কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন আমরা যা পারিনি শেখ হাসিনা তা পেরে দেখিয়েছেন ।

সবার পাশাপাশি আরো উপস্থিত ছিলেন রিকশা শ্রমিক নেতা জামাল সিকদার, তুহিন খান,সিএনজি চালক খোকন, আওয়ামী সংগঠনের নেতা কাউছার সিকদার দিপু, টুপি জয়েল,

পায়েল, পরিবহন শ্রমিক নেতা বাইচ্চু মিয়া, ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, নাছির, রিকসা চালক শিপনসহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জনাব এ.এন.এম.ওয়ালীউর রহমান মোল্লা - প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বিশ্বনেত্রী শেখ হাসিনা গবেষণা পরিষদ ।