নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছরই জরুরিভিত্তিতে দেশে আরও ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ‘স্বাস্থ্যসম্মত জীবন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলে স্বাস্থ্য শিক্ষা’ বিষয়ক প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ না থাকায় অস্বচ্ছল মানুষরা প্রয়োজনীয় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বেসরকারি হাসপাতালের আইসিইউ ব্যবহার করতে প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার টাকা ব্যয় করতে হয়। এই পরিমাণ অর্থ যোগান দেয়া সাধারণ মানুষের পক্ষে ভীষণ কষ্টকর।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদফতরের লাইফ স্টাইল অ্যান্ড হেলথ এডুকেশন ও প্রোমোশনের লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ এহসানুল কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।