পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি হকার্সদের

img

নিজস্ব প্রতিবেদক:

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়ে রাস্তা বন্ধ করে সমাবেশ করছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। রবিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা বন্ধ করে তারা সমাবেশ করছে।

রাস্তা বন্ধ করার ফলে গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, কদম ফুয়ারা মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

পথচারী রফিকুল জানান, এমনিতে প্রতিদিন জ্যামে বসে থাকতে হয়। আজ আবার রাস্তা বন্ধ করেছে এ দুর্ভোগ কোন দিন যে শেষ হবে, কোন দিন যে শান্তি মত রাস্তায় চলতে পারবো জানি না।

তিনি বলেন, পল্টন পর্যন্ত গাড়িতে এসেছে তার পরে গাড়ি আসতে পারে নাই। তাই পায়ে হেঁটে যাচ্ছি। তারা সমাবেশ করলে প্রেসক্লাবের সামনে লাইন ধরে সমাবেশ করতে পারে। রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা ঠিক না।