বাস্তবে এটাই সত্যি " শেখ হাসিনাই পারে - শেখ হাসিনাই পারবে"

img

সম্পাদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও মোবারকবাদ  "প্রজন্মের কন্ঠস্বর ২৪ ডট কম" (www.projonmerkanthosor24.com)  পরিবারের পক্ষ থেকে।বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তথা মহাজোটের নজিরবিহীন জয়ের জন্য আপনাকে অভিনন্দন ।

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়েছে আপনার নেতৃত্বাধীন মহাজোট। এর ফলে তৃতীয়বার বাংলাদেশে সরকার গড়তে চলেছে আওয়ামী লীগ। আর এরমধ্য দিয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন আপনি।

যুব সমাজ আশা করে আপনার নেতৃত্বে আগামির বাংলাদেশ হবে মহান স্বাধীনতা বিরুধীমুক্ত, অসাপ্রদায়িক ডিজিটাল বাংলাদেশ।আর বাস্তবে এটাই সত্যি " শেখ হাসিনাই পারে - শেখ হাসিনাই পারবে"।