অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৪ এপ্রিল (সোমবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে কাঁচাপাট রফতানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানে এক নির্দেশনা দেয়। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয, কাঁচাপাট রফতানিকারকদের ৩১ মার্চ ২০১৭ ভিত্তিক ঋণ হিসাবের স্থিতি নিরূপণ করে দুই বছরের মরাটরিয়ামসহ (দুই বছর গ্রেস পিরিয়ড) ১০ বছর ধরে পরিশোধ করতে পারবেন। একইসঙ্গে ঋণকে ব্লক হিসাবে স্থানান্তর করতে বলা হয়েছে। হালনাগাদ লেজার বকেয়া এ সুবিধায় আওতাভুক্ত হবে।
ঋণ ঝুঁকি নিরসন কৌশলের আওতায় ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জামানত গ্রহণ করতে হবে। ঋণ গ্রহীতার চাহিদাও সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করতে বলা হয়েছে। ব্লক হিসাবে স্থানান্তরিত ঋণের উপর কস্ট অফ ফান্ড হারে সুদ অরোপ করতে হবে। আগের ব্লক সুবিধা গ্রহণকারীরাও এ সুবিধা পাবে।