নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ

img

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের  সামনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনে হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নেওয়ায় স্থান ও সময়ের পরিবর্তন হয় বলে জানান নবগঠিত দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়াও, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আহ্বায়ক এবং মো. আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন দলের মূলনীতি হবে, শিক্ষা, শক্তি ও মুক্তি। দায়, দরদ ও মানবিক মর্যাদা ভিত্তিক রাজনৈতিক সমাজ গঠন করাই এই দলের আদর্শ। এই দলের রাজনৈতিক অবস্থান হবে মধ্যমপন্থি ও গণতান্ত্রিক। দলের লক্ষ্য ও উদ্দেশ্য হবে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি, পরিসর ও সংস্কৃতি নির্মাণ, শিক্ষার্থী কল্যাণ, ছাত্র-নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র-রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের।