নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ডেমরায় ফুটপাতে ও গুরুত্বপূর্ণ প্রধান সড়কের দু’পাশে থাকা অবৈধ স্থায়ী—অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে
ডেমরা পুলিশ ফাঁড়ি।
ফাঁড়িটির ইনচার্জ মো. বিলাল আজাদের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী হাজীনগর ও স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান হয়।
এ সময় ওই দু’টি এলাকাসহ রাজধানীর প্রবেশদ্বার ডেমরা—যাত্রাবাড়ী ও ডেমরা—রামপুরা সড়কের দু’পাশে চৌকি বসানো দেড় শতাধিক স্থায়ী অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
পাশাপাশি ষ্টাফ কোয়ার্টার—হাজীনগর পাকা ব্রীজ ও সড়কের ফুটপাতে বসা ২ শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে।
এসব এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই বিলাল আজাদ বলেন, ওয়ারী বিভাগের ডিসি মো. জিয়াউল তালুকদার স্যারের নির্দেশনায় ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম স্যারের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে।
এ ঘটনায় ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পুলিশের সঙ্গে সমন্বয় করেছেন।
বিশেষ করে জনপ্রতিনিধি, কতিপয় রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি বলে অভিযান অব্যাহত
থাকবে।
সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোন অবৈধ স্থাপনা সহ চাঁদাবাজ বহাল থাকবেনা চলমান এ অভিযানে।