আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৬৩ জন নিহত হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতের এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
জনসংখ্যার দিক থেকে দেশটির বৃহত্তম শহরটির কেন্দ্রস্থলে পাঁচতলা ভবনটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি।
তিনি জানান, দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে আনতে পেরেছেন। আগুনে ভবনটি পুড়ে গেছে। আহতদের খোঁজে এখনও তল্লাশি অব্যাহত রয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। দলটি এ পর্যন্ত একটি শিশুসহ ৬৩ জনের লাশ উদ্ধার করেছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জোহানেসবার্গের জরুরি পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আগুনের খবর পাওয়া যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে তদন্ত চলছে। ভবনটির অন্য বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সিএনএন বলেছে, দীর্ঘদিন পরিত্যক্ত থাকা ওই ভবনে সম্প্রতি কিছু মানুষ বাস করছিল।