মুরাদনগরে চারটি ড্রেজার মেশিন বিনষ্ট, দুইহাজার পাইপ ভাংচুর

img

মনির খাঁন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

 কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার আকুবপুড় ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ টি ড্রেজার

মেশিন বিনিষ্ট অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ২০০০ টি পাইপ ভাংচুর করেন।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন বিনষ্ট ও ২০০০ পাইপ ভাংচুর

করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, আকুবপুড় ইউনিয়নের বৈইলঘড় ও হিরা কাশি এলাকায় দীর্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে

আসছে একটি চক্র। কিন্তু ড্রেজার ব্যবসায়ী চক্রটি কোন প্রকার বাধাই মানছে না। উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত

অভিযোগ করে।
পরে অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজার ব্যবসায়ীর ৩টি ড্রেজার মেশিন ও মাটি

উত্তোলনের কাজে ব্যবহৃত ২০০০ টি পাইপ বিনষ্ট করা হয়। উক্ত অভিযানে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের

বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।