ডেস্ক প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতি মেনে বাংলাদেশের রিজার্ভ কমে এখন ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের প্রথাগত হিসাব অনুযায়ী দেশের এখন ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব ওয়েয়বসাইটে রিজার্ভের নতুন এ হিসাব প্রকাশ করেছে।
ওয়েবসাইটে আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩.২৬ বিলিয়ন ডলার) দেখানো হয়েছে এটা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।
এর আগে গত ১৩ জুলাই প্রথমবার আইএমএফের হিসাব মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার আর কেন্দ্রীয়
ব্যাংকের নিজস্ব হিসাব মতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল বিপিএম-৬ ফর্মুলা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের
মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে চলতি মাস জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ ব্যাংক এ হিসাব প্রকাশ করছে।
এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
দেশের ইতিহাসে রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। করোনা পরবর্তী বাড়তি চাহিদা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে টাকার বিপরীতে ডলার
ব্যাপক শক্তিশালী হয়েছে। এতে করে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, রিজার্ভ থেকে ডলার বিক্রির ফলে এভাবে রিজার্ভ কমছে।