মুরাদনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

img

 মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: 

কুমিল্লার মুরাদনগরে ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে

আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আজ বেলা ১১ টায় মুরাদনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ

নাজমুল হুদা। গোলাম মোস্তফা এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা।

এ সময় মুরাদনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মৎস্য কর্মকর্তা মোসাম্মদ নাজমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহম্মেদ, বাঙ্গরা বাজার

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন,জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ,

পাহাড়পুর ইউপি চেয়ারম্যান সামাদ মাঝি, সহ মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন প্রশিক্ষনার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করেন উক্ত সবার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ

আলাউদ্দীন ভূঞা জনী।