বঙ্গোপসাগরে সৃস্টি হয়েছে লঘুচাপ, হতে পারে ঘনীভূত

img

নিজস্ব প্রতিবেদক:

আবহাওয়া বিভাগ জানিয়েছেন  দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে । এটি আরও ঘনীভূত হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অপরদিকে চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে এক মাস মেয়াদী পূর্বাভাসে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। গত ১১ নভেম্বর তিন মাস মেয়াদী পূর্বাভাসেও একই কথা বলা হয়েছে।