ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদকে ৫ বছরের কারাদণ্ড

img

নিজস্ব প্রতিবেদক:

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদ আহমেদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অসাধু উপায়ে অর্জিত ৩৬ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা তার কাছ থেকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় ফরিদ আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

রায়ে ফরিদ আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ডের সঙ্গে ৩৬ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া অসাধু উপায়ে অর্জিত ৩৬ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।

সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের দায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাগারে থাকতে হবে।

২০১৬ সালের ৭ ডিসেম্বর দুদকের উপসহকারি পরিচালক নাজিম উদ্দিন ৭৫ লাখ ১৮ হাজার ৩২৯ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং এক কোটি দুই লাখ ৫২ হাজার ৫৫২ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদ আহমেদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন কমিশনের সহকারি পরিচালক আবদুল ওয়াদুদ। এরপর আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।