সাগরে লঘুচাপ, চলবে বজ্রসহ ঝড়-বৃষ্টি

img

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমারের সাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা সুস্পষ্ট লঘুচাপে পরিবর্তন হয়েছে। ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দুই সপ্তাহ আগে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। যা পরে ঘূর্ণিঝড় আসানিতে রূপান্তরিত হয়ে ভারতের উপকূলে আঘাত হানে। এর প্রভাব পড়েছিল বাংলাদেশেও।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে বঙ্গোপসাগের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর থেকে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।