নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের বাকি আরও ১৭/১৮ দিন। এর মধ্যেই রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতাদের সমাগম হয়ে উঠেছে লক্ষণীয় মাত্রায়। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে রাজধানীবাসী ঈদের কেনাকাটা মনমতো করতে পারেনি। এবার করোনার প্রকোপ কমে আসায় যেন প্রাণ ফিরেছে বড় বড় শপিং মলগুলোতে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন মল্লিকা, গাজী ভবন, ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেটসহ একাধিক মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
“ক্রেতাদের পদচারণায় ভরে উঠেছে মার্কেটগুলো। ব্যবসা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও।
“ নিজের পছন্দমত জিন্স প্যান্ট, শার্ট, গেঞ্জি, জুতা, চশমা, ঘড়িসহ অনেক কিছু কিনেছে যার যার বয়স ভেদে।, ‘দুই বছর ঈদে মার্কেটে এসে শিশুদের পছন্দমতো কেনাকাটা করে দিতে পারেনি। তারা প্রায়ই মন খারাপ করতো। তা পূরণ হত অনলাইনে। তবে এবার স্বশরীরে এসে সন্তানের এবং নিজের পছন্দ অনুযায়ী কিনতে পেরে ক্রেতাগন আনন্দিত।”