সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে ঘুরলেন রণবীর আলিয়া

img

বিনোদন প্রতিবেদকঃ

সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার সাত পাকে ঘুরলেন বলিউডের সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণবীরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে এদিন বিকালে হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ে হয়েছে পাঞ্জাবি স্টাইলে।

‘বহুল চর্চিত এই বিয়েতে উপস্থিত উপস্থিত ছিলেন শুধু পরিবার-পরিজন এবং রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। সব মিলিয়ে ৫০ জনের মতো। যেমন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, রণধীর কাপুর, কারিশমা কাপুর, কারিনা কাপুর, সাইফ আলি খান, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, পূজা ভাট, করণ জোহর, রাহুল ভাট, লাভ রঞ্জন ও অয়ন মুখার্জী।’

‘বিয়ের আয়োজন বাড়ির ভেতরে হলেও বাইরে ছবির তোলার জন্য অপেক্ষারত পাপারাৎজি ও মিডিয়ার লোকদের জন্য মিষ্টির বক্স পাঠানো হয়েছিল। ‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল। ছিল স্নিফার্স ডগ।’

বিয়ে যেহেতু পাঞ্জাবি স্টাইলে হয়েছে, তাই খাবারের মেন্যুও ছিল বাহারি। ছিল তন্দুরি চিকেন, খাঁসির মাংসের বিশেষ কয়েকটি পদ, ডাল মাখানি, পনির টিক্কা, কয়েক রকমের মিষ্টি।

‘তবে শুধু পাঞ্জাবি খাবার নয়, ৫০টিরও বেশি ফুড কাউন্টার ছিল সেখানে। ইটালীয়, মেক্সিকান, আফগানি নানা ধরনের কুইজিনে যাকে বলে রাজকীয় ব্যাপার। এটাও জানা গেছে, দিল্লি আর লখনউ থেকে নাকি রান্নার বিশেষ পারদর্শী আনানো হয়েছিল। যারা কাবাব আর বিরিয়ানি বানিয়েছিল।’

‘প্রায় পাঁচ বছর প্রেম করার পর বিয়ে করলেন রণবীর-আলিয়া। ২০১৮ সালের শুরুতে অয়ন মুখার্জীর পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেছিলেন দুই তারকা। ওই প্রথম কোনো ছবিতে জুটি বাঁধেন তারা। সেখান থেকেই মন দেওয়া-নেওয়া। সেই প্রেম এবার রূপ নিল পরিণয়ে।’