নিজস্ব প্রতিবেদক:
শুরু হয়েছে সিয়াম সাধনার মাস । গতকাল শনিবার সন্ধ্যায় দেশের আকাশে দেখা দেয় পবিত্র রমজানের চাঁদ। চাঁদ দেখে ওইদিন তারাবিহর নামাজ আদায় করেন মুসলমানেরা।
শনিবার এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে তারাবিহ্ নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া সারা দেশে মসজিদে মসজিদে আদায় করা হয় তারাবি।
এবার করোনা সংক্রমণ কমে আসায় প্রথম তারাবিহর নামাজে মসজিদগুলোতে মুসল্লির ঢল নামে।
শেষ রাতে উঠে সাহরি খেয়ে আজ রোজা পালন করছে মুসলমান সম্প্রদায়।
গত ৩০ মার্চ ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতম তারাবিহ্ পড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এদিকে, পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রমজান উপলক্ষে সরকারি অফিসগুলোতে কর্মসময় কমিয়ে এনেছে সরকার। এই মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। বেসরকারি অফিসগুলোও নিজ নিজ ব্যবস্থাপনা অনুযায়ী কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে।