শুক্রবার বিটিভিতে ১২ বছর আগে ধারণ করা ‘ইত্যাদি’

img

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। প্রতি বছর দেশের ঐতিহাসিক স্থানগুলোতে গিয়ে এর দৃশ্যধারণ করেন অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক ও নিয়মিত উপস্থাপক হানিফ সংকেত। তেমনই একটি ঐতিহাসিক স্থানে ধারণকৃত ‘ইত্যাদি’ প্রচার হতে যাচ্ছে শুক্রবার। যদিও এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল দীর্ঘ ১২ বছর আগে।

২০১০ সালের এপ্রিলে পর্বটি ধারণ করা হয়েছিল হাজার বছরের প্রাচীন নিদর্শন মহাস্থানগড়ে। সেটিকেই শুক্রবার প্রচারের উদ্যোগ নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। বগুড়ার মহাস্থানগড়ের গোকুল মেধের সামনে প্রায় ২৫ হাজার দর্শক নিয়ে পর্বটি ধারণ করা হয়েছিল। শুক্রবার সেটি রাত ৮টা ৪৫ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।

ফাগুন অডিও ভিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বটিতে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে। কৃষি উন্নয়নে একনিষ্ঠ কর্মী বগুড়ারই এক কৃষিবিজ্ঞানীর নতুন উদ্ভাবনের ওপর রয়েছে একটি সচিত্র প্রতিবেদন। যিনি তার কর্মের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার।

বগুড়ার ধুনটের প্রতিবন্ধী যুবক কফিলউদ্দিনের ওপর রয়েছে একটি মর্মস্পর্শী প্রতিবেদন। রয়েছে সিরাজগঞ্জের রেজাউল করিম খোকন ও শিল্পী নরেশ কুমার সূত্রধরের ওপর আরও একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।

অনুষ্ঠানের মূল গান গেয়েছেন প্রয়াত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। যে গানে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতির কথা। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। আশির দশকে বিটিভিতে জনপ্রিয় হয়ে ওঠা সাংস্কৃতিক দল বগুড়া ‘ইয়ুথ কয়্যার’–এর পরিবেশনায় রয়েছে একটি আঞ্চলিক উৎসবের গান। পরিচালনা করেছেন বগুড়া ইয়ুথ কয়্যারের দলনেতা তৌফিকুল আলম।

ঢাকা শহরের নানা সমস্যা নিয়ে রয়েছে আরও একটি গান। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন ও মোনালিসা। অনুষ্ঠানে দর্শকপর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ।