না ফেরার দেশে টলিউড অভিনেতা অভিষেক

img

বিনোদন প্রতিবেদন:

কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। বুধবার তিনি একটি রিয়্যালিটি শো-এর শুটিং করছিলেন। বাড়ি ফিরে হঠােই অসুস্থ হয়ে পড়েন। বারবার বমি হচ্ছিল অভিনেতার। পরিবারের লোকেরা হাসপাতালে নিতে চাইলেও যাননি তিনি।

অবশেষে রাত সোয়া ১টার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিষেক। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ হয় বৃহস্পতিবার ভোরে। ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ভরত কল।

মৃত্যুকালে অভিষেকের বয়স হয়েছিল ৫৭ বছর। প্রয়াত এই নায়ক গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউড জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৮৬ সাল থেকে রুপালি পর্দার জগতে চলাফেলা ছিল অভিষেকের। কাজ করেছেন অসংখ্য সুপারহিট ছবিতে। তার মধ্যে ‘সুজন সখি’, ‘মায়ার বাধন’, ‘সকাল সন্ধ্যা’, ‘নয়নের আলো’, ‘দহন’, ‘সংঘর্ষ’, ‘মায়াবিনী’ ‘তুফান’, ‘চোরাবালি’ ইত্যাদি উল্লেখযোগ্য।

বড় পর্দায় অনিয়মিত হয়ে গত কয়েক বছর ধরে ছোটপর্দার প্রিয়মুখ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত বেশ কিছু সিরিয়ালে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। অভিনেতার প্রয়াণে শোক জানিয়েছেন টলিউডের বেশ কয়েকজন তারকা।