নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুই জনই শিশু।
বুধবার ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।
চার জনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে বলে জানান ডা. এসএমত আইয়ুব। শহীদ হাসানকে যেকোনো সময় আইসিইউতে পাঠানো হতে পারে বলে জানান তিনি।