নিজস্ব প্রতিবেদক:
আর কয়দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। তাই রোজা সামনে রেখে আজ মঙ্গলবার রাজধানীতে খেজুর বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলাররা। টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আজ থেকে ৮০ টাকা কেজি দামে খেজুর কিনতে পারবেন ক্রেতারা।
এ বিষয়ে গতকাল সোমবার টিসিবির এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে শুধু ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির ট্রাক থেকে খেজুর পাওয়া যাবে।
বর্তমানে ঢাকায় টিসিবির ট্রাক থেকে দুই কেজি চিনি, মশুর ডাল, পেঁয়াজ, চার কেজি ছোলা ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন ক্রেতারা। প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, ডাল ৬৫, পেঁয়াজ ৩০, ছোলা ৫০ এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা।
ঢাকার বাইরের ক্রেতারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাচ্ছেন শুধু দুই কেজি চিনি, দুই কেজি মশুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল।