নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে
এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এ সময় চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তবে চক্রের বাকি সদস্যরা ছিনতাইকৃত ২৪ লাখ টাকা নিয়ে পালিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যাক্তির নাম রিপন হাওলাদার (৪৫)। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম পরীক্ষিত বালা (৩০)। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ী তার দোকানের জন্য মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার তাঁতীবাজার যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। পরে গাড়ি থেকে দুই-তিনজন ব্যক্তি নেমে ডিবি পরিচয় দিয়ে গাড়িতে উঠতে বলে। তাদের কথায় পরীক্ষিত বালা রাজি না হওয়ায় ধস্তাধস্তি হয় তাদের সঙ্গে। এ সময় স্থানীয়রা রিপনকে আটক করে গণধোলাই দিলে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রিপনকে আটক করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগী পরীক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে।